Wellcome to National Portal
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৪

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ইতিহাস ও কার্যাবলী

ইতিহাস

রাষ্ট্র বিনির্মাণের মূল চালিকা শক্তি অর্থ। মানুষের অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে সকল স্তরের জনগণকে সেবা দিয়ে থাকেন সরকার। রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন খাতওয়ারী পরিকাঠামোর মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে। অর্থনীতির চাকা সচল রাখা ও আন্তর্জাতিক সম্পর্ক সুসংহত করতে রাষ্ট্রের মূল ভূমিকা রাখে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার রাষ্ট্র পরিচালনায় অর্থ মন্ত্রণালয়কে চারটি বিভাগে বিভক্ত করেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ। দেশের অভ্যন্তরীণ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ২০৪১ সালের সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বদ্ধ পরিকর। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ২১ শে এপ্রিল, ১৯৭৯ খ্রি. তারিখে ৪/৫৯/৭৯ নং প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তিত প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ জোরদারকরণ, দেশজ শিল্পের প্রতিরক্ষণ এবং আয় বৈষম্য নিরসনের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে আশির দশকের শুরুতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সরকারের ক্রমবর্ধমান উন্নয়ন বাজেটে অর্থের যোগান নিশ্চিত করার ক্ষেত্রে অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব আহরণে সদা তৎপর এবং একটি সমন্বিত কর্ম-পরিকল্পনার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির নিমিত্তে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে।

কার্যাবলী

ক্রম প্রধান কার্যাবলী
০১ সরকারের অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি করা।
০২ প্রযোজ্য সকল ট্যাক্স, কাস্টমস ডিউডিস ও ফিস ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কাজ।
০৩ লটারী সংক্রান্ত যাবতীয় কাজ।
০৪ অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা এবং কর সংক্রান্ত সকল কমিটি এবং কমিশন সংক্রান্ত র্কাযক্রম।
০৫ জাতীয় সঞ্চয় সংক্রান্ত যাবতীয় কাজ।
০৬ স্ট্যাম্প ডিউডি সংক্রান্ত যাবতীয় র্কাযাবলী। 
০৭ সকল প্রকার স্ট্যাম্প সরবরাহ এবং বিতরন ও স্ট্যাম্প এ্যাক্ট সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
০৮ অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন কার্যাবলী।
০৯ বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের যাবতীয় প্রশাসনিক কার্যাদি।
১০ বিসিএস (কর) ক্যাডারের যাবতীয় প্রশাসনিক কার্যাদি।
১১ আর্থিক বিষয়াদিসহ সচিবালয়ের প্রশাসনিক কাজ।
১২ জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল ও ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল এর যাবতীয় প্রশাসনকি কাজ।
১৩ এ বিভাগের সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে চুক্তি সম্পাদন।
১৪ এ বিভাগের উপর আরোপিত যাবতীয় আইন প্রণয়ন।
১৫ এ বিভাগের উপর অর্পিত তদন্ত এবং পরিসংখ্যান সংক্রান্ত যাবতীয় কাজ।
১৬ র্কোট ফি ব্যতীত এ বিভাগের উপর অর্পিত যে কোন বিষয়ের ফিস সংক্রান্ত যাবতীয় র্কাযাবলী।

 

 ১.     প্রধান কার্যাবলি

ক.    প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপ ও আহরণ এবং এতদসংক্রান্ত আইন, বিধি-বিধান প্রণয়ন/ নবায়ন;

খ.     আয়কর আহরণ, মূল্য সংযোজন কর, আমদানি-রপ্তানি ও আবগারী শুল্ক আহরণে নিয়োজিত দপ্তরসমূহের কার্যক্রম পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণ;

গ.     কর-নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায়, রাজস্ব বাজেট প্রণয়নে, আন্তর্জাতিক সংস্থা ও দেশসমূহের সাথে সাধারণ সহযোগিতা চুক্তি, অনুদান ও ঋণ সংক্রান্ত চুক্তি এবং কর সংক্রান্ত চুক্তি সম্পাদনে সহায়তা প্রদান;

ঘ.     প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রসমূহ চিহ্নিত করে আওতা ও পরিধি নির্ধারণ এবং স্বেচ্ছা প্রতিপালনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বৃদ্ধি;

ঙ.     জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন শুল্ক ও মূল্য সংযোজন কর বিভাগ, আয়কর বিভাগ এবং জাতীয় সঞ্চয় পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা;

চ.     সকল প্রকার স্ট্যাম্প মুদ্রণ, সরবরাহ এবং লটারি নীতিমালা অনুযায়ী লটারি অনুমোদন সংক্রান্ত কার্যাবলি সম্পাদন;

ছ.     কর, মূ.স.ক. ও শুল্ক সংক্রান্ত মামলাসমূহ নিষ্পত্তির মাধ্যমে বিরোধপূর্ণ রাজস্ব আদায়;

জ.    জাতীয় সঞ্চয় প্রকল্পসমূহের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

.০     মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য ও কার্যক্রমসমূহ

মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য

কার্যক্রমসমূহ

বাস্তবায়নকারী অধিদপ্তর/সংস্থা

১.  সরকারের ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ

  • জনসংযোগ, প্রচারণা ও কর শিক্ষার মাধ্যমে জনগণকে আয়কর, মূ.স.ক. ও শুল্ক প্রদানে উদ্বুদ্ধকরণ
  • অটোমেশন এবং ই-পেমেন্ট প্রথার প্রবর্তন
  • কর অব্যাহতি যৌক্তিকীকরণ
  • জাতীয় রাজস্ব বোর্ড

২.  দক্ষ ন্যায়ানুগ ও কার্যকর কর প্রশাসন ও সঞ্চয় প্রশাসন

  • কর আপীলাত ট্রাইব্যুনালের মাধ্যমে তর্কিত মামলার নিষ্পত্তি
  • বিকল্প বিরোধ-নিষ্পত্তি (Alternative Dispute Resolution) প্রক্রিয়ায় তর্কিত কর দাবী আদায়
  • কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম এবং নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ
  • জাতীয় রাজস্ব বোর্ড
  • জাতীয় সঞ্চয় অধিদপ্তর

৩. প্রত্যক্ষ করের পরিধি ও হিস্যা (Share) সম্প্রসারণ

  • বর্হিরাঙ্গন জরিপ এবং স্পট এ্যাসেসমেন্ট চালু
  • উৎসে কর কর্তনের আওতা বৃদ্ধি
  • জাতীয় রাজস্ব বোর্ড
  • দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন
  • সচিবালয়

৪.  কর আইন ও কর প্রদান পদ্ধতি সহজীকরণ এবং করদাতা-বান্ধব পরিবেশ তৈরি

  • আয়কর, মূ.স.ক. ও শুল্ক আইন ও পদ্ধতি পরিবর্তন ও সংশোধন
  • সচিবালয়
  • কর দাতাদের সুবিধার্থে কর সহায়তা কেন্দ্র (Help Desk) স্থাপন
  • জাতীয় রাজস্ব বোর্ড

৫. সেবা গ্রহণকারীদের নিকট হতে অধিক হারে নন-ট্যাক্স রাজস্ব আহরণ

  • জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প মুদ্রণ এবং সরবরাহ
  • লটারি নীতিমালা অনুযায়ী লটারি পরিচালনার অনুমোদন
  • সচিবালয়

৬. জাতীয় সঞ্চয় প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ সঞ্চয় সংগ্রহের মাধ্যমে বাজেটে অর্থায়ন

  • সঞ্চয় প্রকল্পে বিনিয়োগে জনগণকে উদ্বুদ্ধকরণ
  • জাতীয় সঞ্চয় অধিদপ্তর
  • মহিলা ও সিনিয়র সিটিজেনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার উপযোগী সঞ্চয় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন
  • জাতীয় সঞ্চয় অধিদপ্তর
  • সচিবালয়
  • সঞ্চয় প্রকল্পের মুনাফার হার, বিনিয়োগ সীমা, উৎসে কর কর্তন ইত্যাদি নির্ধারণ ও যৌক্তিকীকরণ
  • সচিবালয়

.০     দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন সংক্রান্ত তথ্য

.     দারিদ্র্য নিরসন  নারী উন্নয়নের উপর কৌশলগত উদ্দেশ্যসমূহের প্রভাব

..     সরকারের ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ

দারিদ্র্য নিরসনের উপর প্রভাবঃ প্রত্যক্ষ প্রভাব নেই।

            নারী উন্নয়নে প্রভাবঃ প্রত্যক্ষ প্রভাব নেই।

..     দক্ষ ন্যায়ানুগকার্যকর কর প্রশাসন

দারিদ্র্য নিরসনের উপর প্রভাবঃ প্রত্যক্ষ প্রভাব নেই।

নারী উন্নয়নের উপর প্রভাবঃ প্রত্যক্ষ প্রভাব নেই।

..    প্রত্যক্ষ করের পরিধি  হিস্যা (Share) সম্প্রসারণ

দারিদ্র্য নিরসনের উপর প্রভাবঃ প্রত্যক্ষ প্রভাব নেই।

নারী উন্নয়নের উপর প্রভাবঃ নারী উন্নয়নের উপর সরাসরি প্রভাব নেই।

..     কর আইন  কর প্রদান পদ্ধতি সহজীকরণ এবং করদাতা-বান্ধব পরিবেশ তৈরি