এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?
একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের হালনাগাদ তথ্য প্রদান করার লক্ষ্যে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই বাংলাদেশ সরকার সেবা প্রদানের সকল তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে।
এ ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?
বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় অর্থ মন্ত্রী, প্রতিমন্ত্রির দপ্তর এবং প্রাক্তন মন্ত্রিগণের তালিকা, এ বিভাগের সিনিয়র সচিব, প্রাক্তন সচিবগণের নামের তালিকাসহ সকল কর্মকর্তা/কর্মচারীর যোগাযোগ নম্বর, আওতাধীন দপ্তর/ সংস্থা/ কার্যালয়ের ওয়েব লিংক, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য, বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য, তথ্য অধিকার সংক্রান্ত সকল তথ্য, শুদ্ধাচার সংক্রান্ত সকল তথ্য, উদ্ভাবনী কার্যক্রম সংক্রান্ত সকল তথ্য, সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত সকল তথ্য, বাজেট ও প্রকল্প সংক্রান্ত সকল তথ্য, এসডিজি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এছাড়া আরও যে সকল তথ্য পাওয়া যাবে- জনপ্রিয় সেবাসমূহের তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারি ফরমগুলো পাবো?
হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ‘ফরম’ নামের সেবাবক্স-এর বিভিন্ন লিংকের এবং ডাউনলোড মেন্যুতে পাওয়া যাবে।
সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?
সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে হোম পেইজ-এর ‘নোটিশ বোর্ড’, বিভিন্ন সেবাবক্স-এর প্রজ্ঞাপন/পরিপত্র/অফিস আদেশ লিংকে পাওয়া যাবে।